Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়াতে সফল ২৪ জন প্রবাসীকে এওয়ার্ড দিবে বিসিকে

কোরিয়াতে সফল প্রবাসীদের স্বীকৃতি দিবে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া। আগামী ১৮ ডিসেম্বর সিউলে ৮টি ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের জন্য ২৪ জন প্রবাসীকে এওয়ার্ড দিবে সংগঠনটি। বিসিকে এওয়ার্ড কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে এওয়ার্ডের জন্য আবেদন করার আহবান জানিয়েছে। বিসিকের পক্ষ থেকে পাঠানো আবেদনের নিয়মাবলী নিচে দেওয়া হল।

আবেদনের নিয়মাবলী (Rules of Application)

chardike-ad

১. রেমিটেন্স সেন্ডার ২০১৬ (Remittance Sender 2016)

আবেদনের সাথে নিম্নের ডকুমেন্ট আপলোড করার অনুরোধ করা যাচ্ছেঃ

– ছবি, পাসপোর্ট কপি, এলিয়েন কার্ড কপি

– রেমিটেন্স পাঠানোর ব্যাংক কপি (২০১৫ এর ডিসেম্বর থেকে ২০১৬ এর নভেম্বর পর্যন্ত)

২. কমিটেড ইপিএস পার্সন ২০১৬ (Committed EPS Person 2016)

আবেদনের সাথে নিম্নের ডকুমেন্ট আপলোড করার অনুরোধ করা যাচ্ছেঃ

– ছবি, পাসপোর্ট কপি, এলিয়েন কার্ড কপি

– সর্বনিম্ন ২ বছরের বেতনের প্রত্যায়ন বা ব্যাংক এর কপি (যা দ্বারা প্রমানিত হবে সে আর্থিক প্রলোভনে চাকরি পরিবর্তন করে নাই

– কম বেতন পাওয়া স্বত্বেও যারা চাকরি পরিবর্তন না করে একই কোম্পানীতে কাজ করছেন তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

৩. ইপিএস পার্সন অব দ্য ইয়ার ২০১৬ (EPS Person of the Year 2016)

আবেদনের সাথে নিম্নের ডকুমেন্ট আপলোড করার অনুরোধ করা যাচ্ছেঃ

– ছবি, পাসপোর্ট কপি, এলিয়েন কার্ড কপি

– প্রফেশনাল স্কিল সার্টিফিকেট, TOPIK সার্টিফিকেট, এডুকেশাল সার্টিফিকেটসহ প্রাপ্ত অন্যসব সার্টিফিকেট, ই৯-ই৭ অথবা এফ২ প্রাপ্তির প্রমাণপত্র ইত্যাদি

৪. এওয়ার্ড ফর এডুকেশন এন্ড রিসার্চ ২০১৬ (Award for Education and Research 2016)

আবেদনের সাথে নিম্নের ডকুমেন্ট আপলোড করার অনুরোধ করা যাচ্ছে

– ছবি, পাসপোর্ট কপি, এলিয়েন কার্ড কপি

– রিসার্চ ডকুমেন্ট (প্রকাশিত জানার্লের রেফারেন্স), একাডেমিক রেজাল্ট এর কপি, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট (প্রফেসরদের ক্ষেত্রে)

 ৫. এওয়ার্ড ফর আর্টস, কালচার এন্ড স্পোর্টস ২০১৬ (Award for Arts, Culture & Sports 2016)

-বিসিকে এওয়ার্ড উপকমিটি এই ক্যাটাগরিতে মনোনয়ন দিবে।

৬. বিজনেসম্যান এওয়ার্ড ২০১৬ (Businessman Award 2016)

-বিসিকে এওয়ার্ড উপকমিটি এই ক্যাটাগরিতে মনোনয়ন দিবে।

৭. কোরিয়ান এমপ্লয়ার ২০১৬ (Korean Employer 2016)

-বিসিকে এওয়ার্ড  উপকমিটি এই ক্যাটাগরিতে মনোনয়ন দিবে।

৮.  কোরিয়ান অব দ্য ইয়ার ফর বাংলাদেশ ২০১৬ (Korean of the Year for Bangladesh 2016

-বিসিকে এওয়ার্ড উপকমিটি এই ক্যাটাগরিতে মনোনয়ন দিবে।

 

বি দ্রঃ

১. প্রতিটি ক্যাটাগরিতে ৩ জনকে মনোনীত করা হবে।

২. বিগত সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে যারা এওয়ার্ড পেয়েছেন তারা ওই ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবে্ন না।

৩. বিসিকে নির্বাহী কমিটির কোন সদস্য আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।

৪. কোন ডকুমেন্ট মিথ্যা প্রমানিত হলে এওয়ার্ড বাতিল করা হবে।

৫. বিসিকে এওয়ার্ড উপকমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।

৬. এওয়ার্ড সংক্রান্ত তথ্যের জন্য উপকমিটির প্রধান ডঃ হুমায়ুন কবিরের সাথে (010-8681-7359) যোগাযোগ করা জন্য অনুরোধ রইল।

এওয়ার্ড এর আবেদনপত্র জমা দিতে এখানে ক্লিক করুন।