Search
Close this search box.
Search
Close this search box.

প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিসংশন ৯ ডিসেম্বর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে’র বিরুদ্ধে আগামী ৯ ডিসেম্বর অভিসংশন ভোটের ব্যাপারে একমত হয়েছে প্রধান তিন বিরোধী দল। গতকাল প্রধান তিন এক যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে। তারা ক্ষমতাসীন সেনুরি পার্টির এমপিদেরকেও অভিসংশনের ভোটে অংশ নেওয়ার আহবান জানিয়েছে।

এর আগে ক্ষমতাসীন দলের নেতারা প্রেসিডেন্ট পার্ককে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন। প্রেসিডেন্টকে অভিসংশনের বিল পাশ করতে দুই তৃতীয়াংশ অর্থাৎ ২০০জন এমপির সমর্থন দরকার। সেক্ষেত্রে বিরোধী তিনদলের ১৭২ জন এমপির ভোট ছাড়াও ক্ষমতাসীন দলের ২৮ জনের সমর্থন দরকার। ক্ষমতাসীন দলের এমপিদের মধ্যে পার্কের অভিসংশনের পক্ষে ৪০ থেকে ৫০ সমর্থন দিবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সেনুরি পার্টির সাবেক প্রধান কিম মু সং অনেকটাই পার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় অভিসংশন বিল পাশ করাটা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad