cosmetics-ad

আগামীকাল ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

eps-po

আগামীকাল দক্ষিণ কোরিয়ার হোয়াসং সিটির ইউআইএন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ইপিএস কর্মীদের বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড প্রদান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা। ইতিমধ্যে কোরিয়া এসে পৌঁছেছেন কণ্ঠশিল্পী ইমরান, পূজা, লুইপা ও মীরাক্কেলের আরমান।  আগামীকাল হোয়াসং শহরে গান, কৌতুক, আড্ডায় মিলবে বাংলাদেশী প্রবাসীরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার জন্য কোরিয়া প্রবাসী সকলকে আমন্ত্রণ জানিয়েছে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া।

অনুষ্ঠানের ভেন্যুঃ 유앤아이센터 (UNI Center), Hwaseong City ঠিকানাঃ 경기도 화성시 병점동 756-16 (병점역 2번출구) যাবেন যেভাবেঃ (সিউল টু ছনআন) ১নাম্বার লাইনের 병점역(বিয়ংজম স্টেশন, 수원 ষ্টেশনের এক স্টপিজ পরে) এ নেমে ২নাম্বার এক্সিট দিয়ে বের হলেই অনুষ্ঠানের ভেন্যু।