Search
Close this search box.
Search
Close this search box.

হজে ইরানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ সৌদি আরবের

hajj

চলতি বছর হজে ইরানি হজযাত্রীদের অংশগ্রহণ বিষয়ে অবশেষে সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে ইরান। গতকাল এ কথা জানিয়েছে দেশটি। খবর এএফপি।

chardike-ad

চলতি বছর হজে ইরানিরা অংশগ্রহণ করতে পারবেন— এ বিষয়ে দুই সপ্তাহ আগে ঘোষণা দিয়েছিল সৌদি আরব। তবে অবশেষে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাওয়ার কথা জানাল ইরান। গত বছরের জানুয়ারিতে তেহরান ও মাশহাদে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের অগ্নিকাণ্ডের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া সিরিয়া ও ইয়েমেন যুদ্ধ বিষয়ে বহু বছর ধরেই দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে গত বছর হজে কোনো ইরানির অংশগ্রহণ ছিল না। তিন দশকের মধ্যে গতবারই প্রথম কোনো ইরানি হজে উপস্থিত ছিলেন না।

আনুষ্ঠানিক আমন্ত্রণ প্রসঙ্গে ইরানের হজ-বিষয়ক প্রতিনিধি আরি গাজী আসকর বলেন, সৌদি আরবের কাছ থেকে প্রাপ্ত সর্বশেষ চিঠিতে বিগত পত্রগুলোর চেয়ে কোনো ভিন্নতা দেখা যায়নি। একই সঙ্গে আগামীতে এ বিষয়ে ইরান প্রতিক্রিয়া জানাবে বলে যোগ করেন তিনি।