park-and-choi

স্যামসাংয়ের পর দক্ষিণ কোরিয়ার অন্যান্য কনগ্লোমারেটের বিরুদ্ধে তদন্ত শুরু করবেন দেশটির বিশেষ কৌঁসুলির দপ্তর। গতকাল বিশেষ কৌঁসুলির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

chardike-ad

অভিশংসিত দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্কের দুর্নীতির ঘটনায় জড়িত সন্দেহে স্যামসাংয়ের বিরুদ্ধে তদন্ত করছেন কৌঁসুলিরা। স্যামসাংয়ের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হওয়ার পর অন্যান্য প্রতিষ্ঠানের ওপরও তদন্ত শুরু করা হবে। এদিকে কৌঁসুলি দপ্তরের মুখপাত্র লি কেই চুল কবে নাগাদ স্যামসাংয়ের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হবে বা কোন কোন কনগ্লোমারেটের বিরুদ্ধে তদন্ত করার পরিকল্পনা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে বৃহস্পতিবার স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি জে ইয়োংয়ের গ্রেফতারের আবেদন খারিজ করে দিয়েছেন দক্ষিণ কোরীয় আদালত। গত সপ্তাহে লি’র বিরুদ্ধে ঘুষ, অর্থ আত্মসাত্ ও শপথভঙ্গের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন দেশটির কৌঁসুলিরা। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে লিয়ের বিরুদ্ধে আনীত গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।