20170209_225943

সদ্য প্রয়াত কোরিয়া প্রবাসী মনির হোসেনের নামাজে জানাজা আগামীকাল সিউল সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক রানা জানিয়েছেন মনিরের জানাজার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জানাজা শেষে মনির হোসেনের লাশ দেশে পাঠানো হবে।
উল্লেখ্য, মনির হোসেন গত মংগলবার দেগু শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ২৬বছর বয়সী মনির হোসেনের বাড়ি ঢাকার দোহায়। মনিরের মৃত্যুতে কোরিয়া প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

chardike-ad