নিহতের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করছেন পুলিশ কমিশনার চো হিয়ন

chardike-ad
ডেস্ক রিপোর্টঃ একজন কোরিয়ান যুবতীকে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক তোলপাড় হওয়ার পর কোরিয়ার পুলিশ প্রধান চো হিয়ন পুলিশের ব্যর্থতার দ্বায় নিয়ে পদত্যাগের আবেদন করেছেন গত রবিবার। পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, “আমি উনার (নিহত যুবতী) পরিবারের কাছে গভীর সমবেদনার সাথে ক্ষমা প্রার্থনা করছি। আমি এই ঘটনার সকল দ্বায় নিচ্ছি এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরো বলেন, “আমি খুবই লজ্জিত, মর্মাহত, ঐ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করার ভাষা আমার নেই। পুলিশের অবহেলার জন্য এই ধরনের নৃশংস একটি ঘটনা ঘটেছে।” তিনি ইতিমধ্যে তার পদত্যাগপত্র দাখিল করেছেন। সরকারী সুত্রগুলো পুলিশ কমিশনারের আবেদন গৃহীত হতে পারে বলে জানিয়েছে।
এপ্রিলের ২তারিখ সিউলের দক্ষিণের শহর সুওনে ২৮বছর বয়সী এই যুবতীকে ধর্ষনের চেষ্টার পর ব্যর্থ হয়ে হত্যা করা হয়। মৃত্যুর ৬ঘন্টা আগে ঐ যুবতীকে পুলিশকে রিপোর্ট করেছিলেন যখন তিনি কারো দ্বারা শারীরিকভাবে লাঞ্চিত হচ্ছিলেন। রিপোর্ট করার প্রায় ১৩ ঘন্টা পরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, খুনি অত্যন্ত নৃসংশভাবে যুবতীটিকে হত্যা করে তার শরীর টুকরো টুকরো করে প্লাস্টিক ব্যাগে করে ফেলে দিয়েছিল। উদ্ধারকৃত ১৪টি ব্যাগে যুবতীর শরীরের ২৮০ টি টুকরো পাওয়া যায়। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার শিকার হয়েছে পুলিশ বিভাগ।
এদিকে সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করা হয়েছে। ৪২ বছর বয়সী চায়নিজ কোরিয়ান উ ইয়ানচুনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ ইয়ানচুনকে সিরিয়াল কিলার হিসেবে সন্দেহ করছে।

সন্দেহভাজন খুনি ইয়ানচুন (চায়নিজ- কোরিয়ান)