Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বাড়ি বিক্রি হচ্ছে!

অনলাইন প্রতিবেদক, সিউল, ৫ আগষ্ট ২০১৩:

কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট জন দু হোয়ানের বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ‘ডানা এস্টেট’ নামে যুক্তরাষ্ট্রের একটি রিয়েল এস্টেট কোম্পানী। আজ কোরিয়ার বিরোধীদলীয় সংসদ সদস্য আন মিন সুক ঐ রিয়েল এস্টেট কোম্পানীর ওয়েবসাইটের বিবরণ দিয়ে জনসমুক্ষে বিষয়টি তুলে ধরেন।

chardike-ad

কোম্পানীর ওয়েবসাইটে দেখা গেছে বাড়িটি ১৯৯১ সালে নির্মাণ করা হয় এবং এর দাম চাওয়া হয়েছে ৪৫ লাখ ডলার। ৪৫৩৫ স্কোয়াইর ফিটের এই বাড়িতে ৩টি বেড় রুম এবং ৫টি বাথরুম আছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ কোরিয়ার সাবেক এই প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালিয়ে ওই বাড়ির যাবতীয় মালামাল বাজেয়াপ্ত করা হয়। ১৬ হাজার ৭শ কোটি উওনের অপরিশোধিত জরিমানার অর্থ সংগ্রহ করতে একশ সদস্যের একটি তদন্ত দল সিউলের ইয়নহুই-দোং এলাকার ওই বাড়িতে কিছুদিন আগে এই অনুসন্ধানী অভিযান চালায়। ওই সময় তাঁর পরিবার কর্তৃক পরিচালিত ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।

PYH2013080506240034100_P2