হৃদরোগে আক্রান্ত দাউদ ইব্রাহিম। অস্ত্রোপচার হয়েছে। এই খবর জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। যদিও এই খবরের সত্যতা স্বীকার করেনি তার অন্যতম সহচর শাকিল।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, ১৯ এপ্রিল শেষবারের মতো তার জামাইয়ের করাচির বাড়িতে পার্টি করতে দেখা যায় তাকে। গত বছরই সেপটিসিমিয়ায় আক্রান্ত হয়েছিল সে। তার সমস্ত শরীরে পচন ধরেছিল বলে একটা খবর প্রকাশ হয়েছিল একাধিক সংবাদ মাধ্যমে।

chardike-ad

ভারতীয় গোয়েন্দাদের কাছে আসা শেষ রিপোর্টে বলা হয়েছে, দাউদের শারীরিক অবস্থার কথা গোপন রেখেছিল পাকিস্তান। পাকিস্তানেই যে দাউদ ঘাঁটি গেড়ে রয়েছে তার একাধিক প্রমাণ থাকলেও কোন দিন তা স্বীকার করেনি পাক প্রশাসন। দাউদের পাকিস্তানে বসবাস বিশ্বের কাছে বর্তমানে সবচেয়ে ওপেন সিক্রেট!

সূত্র : কলকাতা২৪