Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঢাকার গভীর উদ্বেগ

north-korea-missileউত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকা মনে করে, পিয়ংইয়ংয়ের এবারের মিসাইল পরীক্ষার মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ভঙ্গ হয়েছে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় উত্তর কোরিয়াকে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার ঘন ঘন মিসাইল উৎক্ষেপণ পূর্ব-এশিয়া ও অন্যান্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

chardike-ad

এর আগে রোববার সকালে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর-পশ্চিম অঞ্চল কুসং শহরের কাছাকাছি থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ নিয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন।