Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের সামনে আজ নিউজিল্যান্ড

bangladesh-newzealandত্রিদেশীয় সিরিজে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। ডাবলিনের ক্লোনটার্ফে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।

বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও, আত্মবিশ্বাসে ভরপুর হয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কারণ ত্রিদেশীয় সিরিজের আগে তিনটি প্রস্ততি ম্যাচেই দারুন পারফরমেন্স করেছে টাইগাররা। বিশেষভাবে ব্যাটসম্যানরা। তিন ম্যাচে সর্বমোট ১০৫৩ রান করেছেন তারা। তাই তিনটির মধ্যে দু’টিতে জয় পায় বাংলাদেশ। অনুশীলন ম্যাচের অভিজ্ঞতা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

chardike-ad

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৮টিতে টাইগাররা এবং ২০টিতে জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্মরনীয় জয়ও আছে। ২০১০ ও ২০১৩ সালে দু’টি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো টাইগাররা। দেশের মাটিতে ৪ ম্যাচ ও ৩ ম্যাচের সিরিজে কিউইদের নাকানি-চুবানি দেয় বাংলাদেশ। তবে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।

বাংলাদেশর সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।

নিউজিল্যান্ডর সম্ভাব্য একাদশ : টম লাথাম (অধিনায়ক), নিল ব্রুম, কলিন মুনরো, হেনরি নিকোলস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, রস টেইলর, জর্জ ওয়াকার, হামিশ বেনেট, স্কট কুগিলজন, জেমস নিশাম, জিতেন প্যাটেল, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ইশ সোধি ও নিল ওয়াগনার।