cosmetics-ad

হাসপাতালে স্যামসাং চেয়ারম্যান

অনলাইন প্রতিবেদক, ২৪ আগষ্ট, ২০১৩:

feature_samsung14__05__inline304

স্যামসাং ইলেক্ট্রনিকসের চেয়ারম্যান লি গুন হে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর ইয়নহাপ নিউজের। খবরে প্রকাশ, ৭১ বছর বয়সী লি প্রায় এক সপ্তাহ যাবত সিউলের স্যামসাং মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এবং আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তিনি হাসপাতাল ত্যাগ করতে পারবেন।এর আগে প্রতিষ্ঠানটির নির্বাহীদের সাথে লীর নৈশ ভোজে অংশ নেয়ার কথা থাকলেও অনিবার্য কারনবশত তা স্থগিত করা হয়। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়, নৈশ ভোজ অনুষ্ঠান পরে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম প্রভাবশালী এই শিল্পপতি দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রয়েছেন এবং প্রায় দশককাল আগে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি লীর শারীরিক অবস্থার অবনতির গুঞ্জন শোনা গেলেও স্যামসাং কর্তৃপক্ষ তা অস্বীকার করে আসছিল।

কোরিয়ার সর্ববৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী স্যামসাং গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিকস বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানসমূহের একটি।