Search
Close this search box.
Search
Close this search box.

যোগ্য দল হিসেবেই সেমিতে বাংলাদেশ : মাইক হাসি

husseyগ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিনশ পেরোনো সংগ্রহ। নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে সেমিফাইনাল। আর দশজনের মতো অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান মাইক হাসি বললেন, যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুধু ‘যোগ্য’ বলেই থামেননি হাসি, অস্ট্রেলিয়ান তারকার প্রত্যাশা সেমিফাইনালে ভারতের বিপক্ষেও দারুণ খেলবে বাংলাদেশ। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় হাসি বলেছেন, ‘অস্ট্রেলিয়া হেরেছে বলে অবশ্যই হতাশ। তবে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠেছে। আশা করি, সেমিফাইনালেও দারুণ খেলবে ওরা।’

chardike-ad

মজার ব্যাপার হলো, তাসকিন আহমেদের মতো টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশের সেমিফাইনালে ওঠার কথা বলেছিলেন হাসি। সে কথা মনে করিয়ে দিতেই অজি তারকা বললেন, ‘দলটা দেখেই বিশ্বাস জেগেছিল। দলের মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এই অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে।’

হাসি যোগ করেন, ‘দলটা ক্রমশ উন্নতি করছে, আত্মবিশ্বাসও ছিল। আর যদি চান্দিকা হাথুরুসিংহের মতো একজন কোচ থাকে, তাহলে তো কথাই নেই। সব মিলিয়েই সেমিফাইনালের কথা বলেছিলাম।’

নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া সাকিব-মাহমুদুল্লাহর অবিস্মরণীয় সেই জুটির কথাও বললেন হাসি, ‘দুজনেই দুর্দান্ত ব্যাট করেছে। চাপের মধ্যে এর চেয়ে ভালো ব্যাটিং আর হয় না। অভিজ্ঞতার কথা বলছিলাম। ওদের দুজনের অভিজ্ঞতা এখানেই কাজে লেগেছে। অসাধারণ ব্যাটিং করেছে দুজন।’