Search
Close this search box.
Search
Close this search box.

কোহলি : বাংলাদেশ বিপজ্জনক দল

viratসেমিফাইনাল নিয়ে সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশ জিতলে আপনি বিস্মিত হবেন? ভারতের সাবেক অধিনায়ক ‘নাহ’ শব্দটা দুবার উচ্চারণ করেন। বলেন, ‘বাংলাদেশ জিতলে আমি বিস্মিত হব না। ওরা দারুণ ক্রিকেট খেলছে। নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেই সেমিফাইনালে উঠেছে।’

সৌরভ গাঙ্গুলির সুর ধরে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও বললেন, বাংলাদেশ দল এখন আর কারও কাছে বিস্ময় নয়। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। পেশাদারিত্বের পরিচয় দিয়ে টাইগাররা এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে।

chardike-ad

বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। তাই বাংলাদেশকে হারিয়ে দেবে ভারত; এমন কথা আর বলছেন না কোহলি। বরং সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে মাশরাফি বিন মর্তুজা বাহিনীকে সমীহ করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। জানালেন, নিজেদের দিনে বাংলাদেশ বিপজ্জনক দল।

সেমিফাইনালে বাংলাদেশ দলকে হালকাভাবে নিতে নারাজ কোহলি, ‘বাংলাদেশ দল এখন আর কারও কাছে বিস্ময় নয়। অনেক উন্নতি করেছে তারা। দেশটির ক্রিকেট ব্যবস্থাপনাকে কৃতিত্ব দিতেই হবে। দলের খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেলছে। নিজেদের দিনে বাংলাদেশ বিপজ্জনক দল। সেমিফাইনালের মতো ম্যাচে কারও বিপক্ষে জয় নিশ্চিত নয়। বাংলাদেশ এখন অনেক পরিণত। গত দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপের পর। বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোন মানেই নেই।’