Search
Close this search box.
Search
Close this search box.

japanউত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালিয়েছে জাপান।

মে মাসে ওয়াশিংটন এবং টোকিওর শীর্ষ সম্মেলনের সরাসরি ফল হিসেবে একে মনে করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় জাপান-মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছিল।

chardike-ad

মহড়ায় প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ বা প্যাক-৩ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল ব্যবহার করা হয়। টোকিও এবং সাইতামার কাছে অবস্থিত ক্যাম্প আসাকায় এ মহড়া চালানো হয়।

আগামীতে গোটা জাপানসহ জাপানের সব মার্কিন ঘাঁটিতেও মহড়া চালানোর পরিকল্পনা করা হয়েছে।