Kim-Unউত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনকে হত্যার চেষ্টা করেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই! চমকে দেয়ার মতো এই খবরটি দিয়েছে জাপানের অন্যতম প্রধান জাতীয় দৈনিক আসাহি শিম্বুন।

প্রত্রিকাটি বলেছে, উত্তর কোরিয়ায় নেতৃত্বের পরিবর্তন বিষয়ক এক গোপন পরিকল্পনায় ২০১৬ সালে স্বাক্ষর করেন দক্ষিণ কোরিয়ার সেই সময়ের প্রেসিডেন্ট গিউন-হাই। কঠিন এই কাজের দায়িত্ব তুলে দেয়া হয় দক্ষিণ কোরিয় গোয়েন্দা সংস্থাগুলোকে। তখন থেকেই মূলত কিম জং উনকে সরিয়ে ফেলার চেষ্টা শুরু হয়।

chardike-ad

জাপানের ওই পত্রিকাটি নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, কিমকে হত্যা করতে সড়ক দুর্ঘটনা কিংবা ট্রেনের বগি লাইনচ্যুত করার মতো ঘৃণ্য ঘটনা সাজানোর পরিকল্পনা হয়েছিল। কিম জং উনকে হত্যাই শুধু নয় দেশটিতে অভ্যুত্থান করারও মহাপরিকল্পনা নিয়েছিল গিউন-হাই প্রশাসন।

জাপান বলছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি দেখে উদ্বিগ্ন হয়ে যায় দক্ষিণ কোরিয়া। মূলত সে কারণেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে হত্যা করার পরিকল্পনা নেয় দক্ষিণ কোরিয়া।

জানা গেছে, উত্তর কোরিয়াকে পথভ্রষ্ট করার আগেই ব্যাপক দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত হন পার্ক গিউন-হাই। পরে দক্ষিণ কোরিয়া সাংঘর্ষিক এই সিদ্ধান্ত থেকে সরে আসে। এদিকে কিম জং-উনকে আমেরিকাও হত্যা করতে চায় বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।