Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন ট্রাম্প

trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। একইসঙ্গে তিনি সারা বিশ্বের মার্কিন মিত্রদেরকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “খুবই বাজে আচরণের জন্য তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ভয়াবহ জবাব দেয়ার বিষয়টি বিবেচনা করছেন।” তিনি আরো বলেন, “আমি সব দেশকে এই বৈশ্বিক হুমকির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি খুবই বাজে আচরণের জন্য উত্তর কোরিয়ারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে- তাও দেশটির সামনে প্রকাশ্যে তুলে ধরার কথা বলছি।” সংবাদ সম্মেলনে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা উপস্থিত ছিলেন।

chardike-ad

মঙ্গলবার উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তারা দাবি করেছে, এ ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো জায়গায় আঘাত হানতে পারে। এরপর ট্রাম্প পিয়ংইয়ংকে হুঁশিয়ারি দিলেন। তবে পিয়ংইয়ং বলছে, আমেরিকা শত্রুতামূলক আচরণ বন্ধ না করা পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি চলবে।