cosmetics-ad

সবচেয়ে কম দামে আইফোন ৭ পাওয়া যায় যেসব দেশে

iPhone-7

কোথায় গেলে আইফোন সস্তায় কেনা যাবে তা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। সম্প্রতি ডয়েচে ব্যাংকের ‘ম্যাপিং দ্য ওয়ার্ল্ড প্রাইস ২০১৭’ প্রতিবেদনে ভারতের চেয়ে কম দামে আইফোন ৭ পাওয়া যাবে এমন দশটি দেশের তালিকা করা হয়েছে। ষষ্ঠবারের মতো এরকম একটি প্রতিবেদন প্রকাশ করল ডয়েচে ব্যাংক।

প্রতিবেদনটিতে প্রতি বছরই বিভিন্ন দেশের প্রযুক্তি পণ্যের দাম লিপিবদ্ধ থাকে। পাঠকদের জন্য ভারতের চেয়ে কম দামে আইফোন ৭ কেনা যায় এমন দশটি দেশের নাম বিক্রয়মূল্যসহ উল্লেখ করা হল।

১. মার্কিন যুক্তরাষ্ট্র : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮১৫ মার্কিন ডলার।
২. জাপান : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮১৫ মার্কিন ডলার।
৩. হংকং : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮২১ মার্কিন ডলার।
৪. মালেয়শিয়া : আইফোন ৭ স্মার্টফোনের দাম: ৮৪৬ মার্কিন ডলার।
৫. কানাডা : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮৫৫ মার্কিন ডলার।
৬. সিঙ্গাপুর : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮৭৪ মার্কিন ডলার।
৭. ফিলিপাইন : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮৮৫ মার্কিন ডলার।
৮. সুইজারল্যান্ড : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮৮৬ মার্কিন ডলার।
৯. যুক্তরাজ্য : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮৯৮ মার্কিন ডলার।
১০. চীন : আইফোন ৭ স্মার্টফোনের দাম : ৮৯৯ মার্কিন ডলার।