Search
Close this search box.
Search
Close this search box.

সিন্ট মার্টিনে বিমানের ধাক্কায় নারী নিহত

sint-maartenক্যারিবিয়ান দ্বীপ সিন্ট মার্টিনে বিমানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিখ্যাত নেদারল্যান্ডসের রাজকুমারী জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার দূরে এ ঘটনা ঘটেছে।

বাণিজ্যিক বিমান বোয়িং-৭৩৭ বিমানটির উড্ডয়নের সময় সমুদ্রের তীরে মানুষজন চলাফেরা করছিলেন। নেদারল্যান্ডসের পুলিশ বলছে, ৫৭ বছর বয়সী নিউজিল্যান্ডের ওই নারী বিমানের ধাক্কায় ছিটকে পড়ে যান। পরে বিমানে আগুন ধরে গিয়ে ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিমানের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

chardike-ad

সিন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাত্র ৫০ মিটার দূরেই মাহো বিচ; সেখান থেকে সমান দূরত্বেই সমুদ্র। অবতরণের আগ মুহূর্তে একেবারে নিচ দিয়ে যাচ্ছিল বিমানটি। এসময় পর্যটকরা বিমানের ছবি তুলতে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। দুর্ঘটনাটি ঘটে ঠিক ওই সময়ই। বিমান বিস্ফোরণের আশঙ্কায় ওই এলাকাতে পর্যটকদের যাওয়ার ব্যাপারে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে বিমানের উড্ডয়ন ও অবতরণের বেশ কিছু ভিডিও অনেকেই অনলাইনে আপলোড করেছেন।

দ্বীপের পর্যটন পরিচালক রোলান্দো ব্রিসন বলেন, ওই নারীর পরিবারকে তার নিহত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে নেদারল্যান্ডস পুলিশ বলছে, মানুষজনকে সেখানে যেতে নিরুৎসাহিত করতে প্রতিদিন তারা টহল দিয়ে থাকেন। এর পরও পর্যটকরা সেখানে ছুটে আসেন।