Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ‘পারমানবিক অস্ত্র’ মজুদের ছবি ফাঁস!

north-koreaউত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে অনেক দেশের সংশয় এবার একেবারেই উবে গেল। এতোদিন যা ভাবা হয়েছিল, তার থেকেও বেশি পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা রাখে দেশটি। বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি পিয়ংইয়ং-এর একটি থার্মাল ইমেজ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

উত্তর কোরিয়ার ইয়ংবেয়ন নিউক্লিয়ার প্লান্টের ওই স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে তারা দেখতে পেয়েছে যে উত্তর কোরিয়ার কাছে প্রচুর পরিমান প্লুটোনিয়াম আছে। যা দিয়ে আগামী দিনে আরও প্রচুর পারমানবিক মিসাইল বানাতে পারবে দেশটি।

chardike-ad

এদিকে উত্তর কোরিয়ার মিসাইল প্রোগ্রাম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আতঙ্ক তৈরি হয়েছে তাতে নতুন মাত্রা যোগ করলো এই ছবি।

অন্যদিকে, কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের মিসাইল সিস্টেমের ছবি তুলে নিয়ে গিয়েছে উত্তর কোরিয়ার ড্রোন। দক্ষিণ কোরিয়ায় ঢুকে এই ছবি তোলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরে সীমান্তের কাছে ভেঙে পড়ে উত্তর কোরিয়ার ওই ড্রোন।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এটি ভেঙে পড়ার আগে থাড ব্যবস্থার অন্তত ১০টি ছবি তুলতে পেরেছে।