Search
Close this search box.
Search
Close this search box.

আসছে ব্যাটারি ছাড়া মুঠোফোন

without-battery-phoneব্যাটারি ছাড়া ফোন উদ্ভাবনের কাজে অনেকটাই এগিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ফোনটির নমুনাও (প্রোটোটাইপ) তৈরি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দল। ব্যাটারির বদলে তরঙ্গ বা আলোক শক্তি দিয়ে চলবে ফোনটি। আর এটিতে খুব সামান্য পরিমাণের শক্তির প্রয়োজন পড়বে।

মাত্র সাড়ে তিন মাইক্রোওয়াট শক্তি দিয়েই চলবে মুঠোফোনটি। এই শক্তি উৎপাদনের জন্য ফোনটিতে একটি শস্যদানার সমান সোলার সেল যুক্ত করা হয়েছে। ফোনটি বাজারজাতকরণ পর্যন্ত পৌঁছাতে গবেষকদের এখনো পারি দিতে হবে লম্বা পথ।

chardike-ad

তবে অল্প কিছু কাজ করে গবেষকরা এই ফোনের কাঠামোতেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে স্কাইপিতে কল করতে এবং কল ধরতে সক্ষম হয়েছেন। এটি আরও উন্নত করতে এখন কাজ করছেন বিজ্ঞানীরা।

এ বিষয়ে গবেষক দলটির একজন ভ্যাসমি টল বলেছেন, ‘আমরা যে বেস স্টেশন তৈরি করেছি, সেটি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। এটিই ব্যাটারি ছাড়া মুঠোফোন সবার জন্য আনতে পারবে। ভবিষ্যতে এ রকম ফোনের নেটওয়ার্ক সব জায়গায় ছড়িয়ে দিতে প্রতিটি ঘরে বেস স্টেশনে ওয়াই-ফাই রাউটার যুক্ত করতে হবে।’