cosmetics-ad

মিয়ানমারে মানবিক বিপর্যয়, হাজারও শিশুর জীবন হুমকিতে

rohinga-children

মিয়ানমারের রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তাদের জীবন পড়ে গেছে হুমকির মুখে। সেখানে নেমে এসেছে ভয়ানাক মানবিক বিপর্যয়। এসব শিশুদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি-র প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে রোহিঙ্গা শিশুরা। এসব শিশু এবং আগামী ১২ মাসের মধ্যে ৮০ হাজার পাঁচশ শিশুকে মারাত্মক অপুষ্টি থেকে রক্ষার জন্য দ্রুত চিকিৎসা দিতে হবে।

মিয়ানমারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডব্লিউএফপির মুখপাত্র জানিয়েছেন, সেখানকার পরিবেশ, পারিপার্শ্বীক অবস্থা শিশুদের জন্য অত্যন্ত প্রতিকূল। দ্রুত ওজন হারানোয় শিশু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এবং এতে যেকোন সময় বহু শিশু মারা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশটির প্রায় ৩৮ হাজার পরিবার অর্থাৎ ২ লাখ ২৫ হাজার আটশ মানুষ অনাহার এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন।