hathurusingheচলতি মাসের ১৮ তারিখ টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। অবশ্য দেশটির ক্রিকেট বোর্ড আর খেলোয়াড়দের দ্বন্দ্বে অস্ট্রেলিয়া আসবে কিনা তা নিশ্চিত হয়নি এখনও। তবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আশাবাদী শেষ পর্যন্ত সব মেঘ কেটে গিয়ে দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।

টাইগারদের কোচ চন্দিকা হাথুরুসিংহেরও আশা সিরজিটি হচ্ছে। শুধু তাই নয় এই সিরিজে অসিদের তুলনায় টাইগাররা অনেকটাই এগিয়ে আছে বলেও মনে করছেন তিনি। তিনি আশা করছেন দুইটি টেস্টেই অস্ট্রেলিয়াকে হারাতে পারবে টাইগাররা।

chardike-ad

আজ বুধবার মিরপুরে তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি টেস্টই জিতবে টাইগাররা।

তিনি বলেন, আমার মনে হয়, টেস্টে আমরা কিছুটা এগিয়েছি। আমরা এখন জানি যে, অন্তত উপমহাদেশে জেতার মতো ম্যাচ পরিকল্পনা আমাদের আছে। আমরা সেটা করে দেখিয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি টেস্টে তাই অবশ্যই আমরা জিততে চাই। আমরা মনে করি, নিজেদের কন্ডিশনে আমরা যথেষ্ট লড়াকু দল।