Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করলো ইরান

missileযুক্তরাষ্ট্রের হুমকির মুখে থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে দেশটি প্রশংসনীয় প্রতিরোধ দেখানো হয়েছে বলে প্রশংসা করেছেন ইরানের সংসদ স্পিকার আলি লারিজানি।

আলি লারিজানি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি কোন সমাজের জন্যই মঙ্গলজনক নয় বরং তাতে ক্ষতিই হয় বেশি। ইরানে সফররত উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

chardike-ad

এসময় ইরানের পরমাণু কর্মসূচির প্রসঙ্গে লারিজানি বলেন, ‘পরমাণু অস্ত্র গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক। ইরান পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সমর্থন করে।’

তিনি বলেন, ‘উত্তর কোরিয়া ও ইরানের অভিন্ন শত্রু আছে। আমেরিকা জবরদস্তিমূলক নীতি অব্যাহত রেখেছে। আমেরিকাকে উত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি ত্যাগ করতে হবে।’

ইরান এবং উত্তর কোরিয়ার নিজস্ব স্বার্থেই উভয় দেশের সম্পর্কের বিস্তার ঘটানো প্রয়োজন বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।