দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান এর বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। ফিলিপিন্সের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত।
আসিয়ানভূক্ত ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও আলোচনার অংশীদার জাপান, যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে উপলক্ষ্যে ম্যানিলায় জড়ো হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়, “আসিয়ানের বৈঠক চলাকালে খুব সম্ভবত ক্যাং কিউং-ওহার সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোর আলাদা করে কথা হবে।”
ক্যাং বলেন, “যদি প্রাকৃতিকভাবে কোনো সুযোগ তৈরি হয় তবে আমাদের কথা বলাই ঠিক হবে।”
“আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সম্প্রতি উত্তরকে যে বিশেষ প্রস্তাব দিয়েছি সে বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে এবং তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের কথা বলতে আমি তার সঙ্গে মুখোমুখি আলোচনা করতে আগ্রহী।”
সব ধরণের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জুলাই মাসেও দুইটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।