Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটেনে হাজার হাজার মানুষ দাসত্বের শিকার

ukযুক্তরাজ্যের শহরগুলোয় হাজার হাজার মানুষ আধুনিক দাসত্বের শিকার বলে বলছে দেশটির একটি আইনপ্রয়োগকারী সংস্থা। যতটা ভাবা হয়েছিল, ব্রিটেনে আধুনিক দাসত্বে থাবা তারচেয়েও অনেক বেশি বলে বলছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা বা এনসিএ।

এনসিএ বলছে, এর আগে জানা গিয়েছিল যে, প্রায় ১৩ হাজার মানুষ পাচারের শিকার হয়ে বা জোরপূর্বক কাজে বা দাসত্বে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সংখ্যা আসলে অনেক বেশি, যে ঘটনা ঘটেছে ব্রিটেনের প্রায় প্রতিটি বড় শহর আর নগরে।

chardike-ad

দেশটিতে এখন তিনশো অভিযোগের তদন্ত চলছে। তবে হাজার হাজার মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছে বলে তারা ধারণা করছে।

এনসিএ পরিচালক উইল কের বলছেন, আমরা যতই খুঁজছি, ততই এরকম ঘটনার দেখা পাচ্ছি। বিবিসি