Search
Close this search box.
Search
Close this search box.

কামান পরীক্ষা করতে গিয়ে শোচনীয়ভাবে ব্যর্থ ভারত

india-failed-to-test-cannonযুদ্ধে ব্যবহারের উপযোগী করে নিজস্ব প্রযুক্তিতে কামান তৈরি করেছিলো ভারত। কিন্তু তা পরীক্ষা করতে গিয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে দেশটি।

জানা গেছে, অন্তত তিনবার নিজেদের তৈরি কামান সফলভাবে উৎক্ষেপণের চেষ্টা করেছে ভারতীয় সেনারা। কিন্তু প্রতিবারই নিক্ষেপ করার অংশের নল ফেটে যাওয়ায় তা ব্যর্থ হয়। কিন্তু কী কারণে বারবার নল ফেটে যাচ্ছে, তার হদিশ পায়নি ভারতীয় সেনারা।

chardike-ad

ভারতের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল ভোসলে বলছেন, ঠিক কী কারণে নল ফেটে যাচ্ছে, তা নিশ্চিত হতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তার আগে এসব নিয়ে মন্তব্য করা কঠিন।

ভারতের তৈরি এই কামানটির নাম ধানুশ। প্রথম দিকে এর পরীক্ষা ব্যর্থ হওয়ার পর জানা যায় যে, নকল সরঞ্জাম ব্যবহার কারণে ধানুশ প্রত্যাশিত শক্তি পায়নি।

এরপর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ধানুশ তৈরির সরঞ্জাম জার্মানি থেকে আমদানি করার কথা থাকলেও, তা আনা হয়েছিলো চীন থেকে। অথচ চীনের বিরুদ্ধে যুদ্ধের শঙ্কা থেকেই ধানুশ তৈরি করেছে ভারত।