Search
Close this search box.
Search
Close this search box.

সংঘাত এড়াতে সরাসরি সামরিক যোগাযোগ বাড়ানোর চুক্তি করল চীন-আমেরিকা

chin-usaচীন এবং আমেরিকা সরাসরি সামরিক যোগাযোগ বাড়ানো সংক্রান্ত চুক্তি করেছে। হিসাবের ভুলে বা ঘটনাক্রমে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা এড়ানোর জন্য এ চুক্তি করল দেশ দুটি।

চীনের রাজধানী বেইজিংয়ে যৌথ কৌশলগত সংলাপ প্রক্রিয়া চুক্তি বা জেএসডিএমএ সই করা হয়। মঙ্গলবার এ চুক্তি করেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন কোরের জেনারেল জোসেফ ডানফোর্ড এবং চীনা গণমুক্তি ফৌজের জেনারেল ফ্যাং ফেনঘুরি।

chardike-ad

এ চুক্তির আওতায় দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে। সংকট কমিয়ে আনার উদ্দেশ্যে প্রয়োজনে এ যোগাযোগ করা হবে। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে এভাবে সরাসরি যোগাযোগের মাধ্যমে হিসাবের ভুল হওয়ার ঘটনা কমবে বলে উল্লেখ করা হয়।