Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রকে নিজের সমস্যায় মনোযোগী হতে বলল চীন

usaধর্মীয় স্বাধীনতা খর্ব নিয়ে চীনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে বেইজিং। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে যুক্তরাষ্ট্রকেই নিজের চরকায় তেল দিতে বললো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার তার মন্ত্রণালয়ে একটি সংস্থার প্রতিবেদন তুলে ধরেন। এতে বলা হয়েছে, ধর্ম বিশ্বাসের কারণে চীন সরকার হাজার হাজার লোক নির্যাতন ও কারারুদ্ধ করছে। বিশেষ করে ফালুন গং সদস্য, উইঘুর মুসলমান ও তিব্বতীয় বৌদ্ধরা এই নিপীড়নের শিকার হচ্ছেন।

chardike-ad

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, চীন ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসকে সম্পূর্ণ শ্রদ্ধা করে। তিনি বলেন, ‘তথাকথিত মার্কিন প্রতিবেদন এই বিষয়কে এড়িয়ে গেছে, ভুল ও শুদ্ধতার মধ্যে সংশয় সৃষ্টি করেছে এবং চীনে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে অসৎ সমালোচনা করছে।’

যুক্তরাষ্ট্রের তার নিজের সমস্যার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিৎ মন্তব্য করে তিনি বলেন, ‘প্রত্যেকেই এটা প্রমাণিত সত্য হিসেবে দেখেছে যে যুক্তরাষ্ট্র পুরোপুরি সঠিক নয়।’

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে শ্রদ্ধা জানানোর এবং তাদের সম্পর্ক সঠিকভাবে বজায় রাখার আহ্বান জানাব। একইসঙ্গে তথাকথিত ধর্মী স্বাধীনতার ভুল অর্থ ব্যবহার বন্ধের মাধ্যমে এটি যেন অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করে।’