Search
Close this search box.
Search
Close this search box.

হজ করতে সাইকেল চালিয়ে লন্ডন থেকে মদিনায়

London-to-Saudi-by-Cycleচলতি বছরের হজব্রত পালন করতে সুদূর লন্ডন থেকে সাইকেল চালিয়ে মদিনায় পৌঁছেছেন ৯ ব্রিটিশ নাগরিক। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, লন্ডন থেকে মদিনা আসতে তারা টানা ৬ সপ্তাহ ধরে সাইকেল চালিয়েছেন। প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, গ্রিস ও মিশর হয়ে মদিনা পৌঁছান।

সাইকেলে চড়ে আসা ওইসব হজ যাত্রীরা বলছেন, বিশ্বে শান্তির ধর্ম ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতেই বিভিন্ন দেশের মধ্য দিয়ে তারা মদিনা এসেছেন। তারা জানিয়েছেন, এর পরে রিদায় হয়ে তারা মক্কায় হজ পালন করতে যাবেন।

chardike-ad

তবে বিমান বা জাহাজের এই যুগে কেন তারা এতোটা পরিশ্রম করতে গেলেন?

ওই হজযাত্রীরা জানিয়েছেন, ইংল্যান্ডে অবস্থান করা সিরিয়ার শরনার্থীদের সহায়তা করতে তারা ১০ লাখ ডলারের একটি তহবিল গঠন করতে চান। আর এই জন্য এতোটা পথ তারা সাইকেলে পাড়ি দিয়েছেন।