Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া-জাপান ঘেঁষে উড়ল রুশ পরমাণু বোমারু বিমান

Russia-Bimanদক্ষিণ কোরিয়া ও জাপানের কাছ ঘেঁষে প্রশান্ত মহাসাগর, জাপান সাগর, পীত সাগর এবং পূর্ব চীন সাগরে পরমাণু-সক্ষম বোমারু বিমান উড়িয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, টুপোলেভ-৯৫এমএস বোমারু বিমান নিরপেক্ষ জলসীমার ওপর দিয়ে উড়েছে। এর সঙ্গে উড়েছে সুখোই-৩৫এস জঙ্গি বিমান এবং এ-৫০ বিমান।

জাপান এবং উত্তর কোরিয়ার সামরিক বিমান সঙ্গে সঙ্গেই ওই বিমানগুলোকে পাহারা দিয়ে রাখতে তৎপর হয়।

chardike-ad

মোট কয়টি বিমান উড়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রাশিয়া। এ বিমানের উড়ান আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল বলে তারা জানিয়েছে। তবে কখন এবং কেন এ অভিযান চালানো হল তা জানায়নি।

কোরিয়া উপদ্বীপে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টান টান উত্তেজনার মধ্যে রাশিয়া এ বিমান উড়াল।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে রাশিয়া বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে। ওদিকে, জাপানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধেও রাশিয়া বারবার অভিযোগ করে এসেছে।