Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয় যুদ্ধে জার্মানি ‘হুট’ করেই যোগ দেবে না: মারকেল

markelজার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, উত্তর কেরিয়ার সঙ্গে আমেরিকার সম্ভাব্য যুদ্ধে তার দেশ স্বয়ংক্রিয়ভাবে’ যোগ দেবে না। বুধবার তিনি বলেন, “উত্তর কোরিয়ার সংকট নিরসনের জন্য এখনো সব ধরনের উপায় কাজে লাগানো হয় নি। আমি মনে করি না, কূটনীতি কাজ করবে না এবং সব ধরনের কূটনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে।”

মারকেল আরো বলেন, যাই ঘটুক না কেন বিশ্বের কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছে তার দেশের নেই। তিনি বলেন, চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনকে আরো অনেক কিছু করতে হবে। এছাড়া, ইউরোপের দেশগুলোকেও আরো জোরদার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

chardike-ad

জার্মান চ্যান্সেলর বলেন, “আমরা সবাই কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের কথা বলছি কিন্তু এ নিয়ে আমরা কেউ তেমন কিছু করছি না।” তিনি সুস্পষ্ট করে বলেন, সামরিক উপায়ে কোরিয় সংকট সমাধানের চেষ্টা হবে সম্পূর্ণ ভুল। এছাড়া, কোনো কিছু হলেই আমেরিকার পক্ষ থেকে সামরিক হামলার হুমকি দেয়ার বিরোধিতা করে মারকেল বলেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের গুরুত্ব কমে যাচ্ছে।