Search
Close this search box.
Search
Close this search box.

সাকিবের ‘দ্বিতীয়’ দশ

shakibমধ্যাহ্ন বিরতির পর প্রথম বল। সাকিবের ঘূর্ণি বল অফ সাইডে খেলতে গিয়ে লাইন মিস করলেন গ্লেন ম্যাক্সওয়েল। বল আঘাত হানল লেগ স্টাম্পে। দুই হাত হাওয়ায় ভাসিয়ে উড়াল দিলেন সাকিব আল হাসান। কেনই বা দেবেন না! প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সাকিব পেলেন পাঁচ পেলেন। সব মিলিয়ে ক্যারিয়ারের ১৭তম পাঁচ উইকেট শিকার সাকিবের।

এ ছাড়া টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ১০ উইকেট নিয়েছিলেন সাকিব।

chardike-ad

গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতেই উসমান খাজাকে আউট করেন সাকিব। আজ ফিরে এসে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ১৩০ রানের জুটি ভাঙেন। ১৩ রানের ব্যবধানে দুজনকেই সাজঘরে ফেরত পাঠান সাকিব। ডেভিড ওয়ার্নার সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর শিকার হন। অসি অধিনায়ক স্মিথ ক্যাচ দেন উইকেটের পেছনে।

সাকিবের চতুর্থ শিকার ম্যাথু ওয়েড। অসি স্পিনার সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন। মধ্যাহ্ন বিরতির আগেই ৪ উইকেট নিয়ে রেখেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল স্পিনার। ফিরে এসে ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচে দশ উইকেটের স্বাদ নেন সাকিব।