Search
Close this search box.
Search
Close this search box.

সমঝোতার ভিত্তিতে পিয়ংইয়ং সংকট নিরসনের চেষ্টা করুন: মার্কেল

markelউত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র সংকট কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নিরসনের তৎপরতা চালানো হলে তাতে যোগ দেবেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এ ক্ষেত্রে ইরানের পরমাণু সমঝোতাকে আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মান সংবাদপত্র ফ্র্যাঙ্কফুটার অলগোমেইনে সোনাট্যাগসাইটুংয়ে আজ (রোববার) প্রকাশিত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার সংকট নিরসনে কূটনৈতিক আলোচনায় যদি জার্মানির অংশগ্রহণের কথা বলা হয় তাহলে অবিলম্বে তাতে সম্মত হবে বার্লিন।

chardike-ad

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর ২০১৫ সালের পরমাণু সমঝোতার কথা এ সময়ে তুলে ধরেন তিনি। এ সমঝোতার মধ্য দিয়ে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

উত্তর কোরিয়ার সংকট নিরসনে অনুরূপ আলোচনা হতে পারে বলেও জানান তিনি। আলোচনায় অত্যন্ত সক্রিয় অংশ নেয়ার জন্য ইউরোপ বিশেষ করে জার্মানির প্রস্তুত থাকা উচিত বলেও জানান তিনি।