Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ার কাছে চীনের ১০টি বুলেট ট্রেন বিক্রি

২২ সেপ্টেম্বর, সিউল:

মালয়েশিয়ার কাছে ১০টি আন্তঃনগর বুলেট ট্রেন বিক্রি করল চীন। চীনের সিএসআর ঝুঝৌ ইলেকট্রিক লোকোমোটিভ এ বুলেট ট্রেনগুলো সরবরাহ করবে। কোম্পানিটির পক্ষ থেকে গতকাল শনিবার এ কথা জানানো হয়। তবে ট্রেনগুলোর মূল্য নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। খবর সিনহুয়ার।ট্রেনগুলোয় চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা থাকবে। একই সঙ্গে পরিবেশ উপযোগী বিভিন্ন বিষয়ও যুক্ত থাকবে এতে।

chardike-ad

kuala-lumpur-malaysia-photos-2মালয়েশিয়ার মোট ৯০০ কিলোমিটার এলাকাজুড়ে এর বিস্তৃতি থাকবে বলে জানানো হয় ঝুঝৌ ইলেকট্রিকের পক্ষ থেকে। ট্রেনটি গড়ে প্রতি ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে চলবে। এ চুক্তির আওতায় প্রথম ট্রেনটি দুই বছরের মধ্যে সরবরাহ করা হবে। বাকি নয়টি ট্রেন চুক্তি অনুযায়ী পরবর্তীতে সরবরাহ করবে কোম্পানিটি।

এর আগে ২০১০ সালে মালয়েশিয়াকে ৩৮টি বুলেট ট্রেন সরবরাহ করেছিল সিএসআর ঝুঝৌ ইলেকট্রিক লোকোমোটিভ। এটি ছিল মালয়েশিয়ায় চীনের নির্মিত প্রথম কোনো বুলেট ট্রেনের সরবরাহ। সূত্রঃ বণিকবার্তা।