শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৭ অপরাহ্ন
শেয়ার

এগিয়ে থেকেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ


australia-bangladesh-footballএএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও হেরে গেছে বাংলাদেশ। রোববার থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ এক পর্যায়ে ২-১ গোলে এগিয়েছিল। কিন্তু এক পর্যায ১০ জনের দলে পরিণত হওয়ায় এগিয়ে যাওয়ার সুবিধা ধরে রাখতে পারেননি কৃষ্ণারা। হেরে গেছে ৩-২ গোলে।

বাংলাদেশ প্রথমে এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। বাংলাদেশ আবার এগিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলে হেরে সফর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। আগামীকালই দেশে ফিরে আসছে বাংলাদেশের কিশোরীরা।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ৯-০ গোলে উত্তর কোরিয়া এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জাপানের কাছে হেরেছিল।