Search
Close this search box.
Search
Close this search box.

ডেঙ্গুতে আক্রান্ত আশরাফুল, ঢাকায় স্থানান্তর

Ashrafulনিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন মোহাম্মদ আশরাফুল। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল! কিন্তু ম্যাচের মাঝপথেই থমকে গেল তার যাত্রা।

এবারের ঘরোয়া মৌসুমের প্রথম সেঞ্চুরিটি আসে আশরাফুলের ব্যাট থেকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ১০৪ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন। কিন্তু এর পরই তার জন্য অপেক্ষা করছিল দুঃসংবাদ।

chardike-ad

শুক্রবার প্রথম দিন ব্যাটিংয়ের পর শনিবার ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করেননি আশরাফুল। জ্বর থাকায় ড্রেসিং রুমেই পুরোটা সময় কাটিয়ে দিয়েছিলেন। রোববার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিস্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করানোর পর আশরাফুলের শরীরে ডেঙ্গু ধরা পরে। এরপর আজ সোমবার সকাল ১১টার ফ্লাইটে আশরাফুলকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

ঢাকা মেট্রোর দলের ম্যানেজার আমিন খান বলেছেন, ‘শুক্রবার রাত থেকে আশরাফুলের জ্বর। চট্টগ্রামে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। আজ তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’