Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সংলাপের আহ্বান জানাল চীন

chinaবাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সংলাপের কথা বলেছে চীন। পাশাপাশি মিয়ানমারের ‘জাতীয় নিরাপত্তা বজায়’ রাখা ও যেকোনো ‘সহিংস সন্ত্রাসী’ হামলা ঠেকানোর ক্ষেত্রে দেশটির প্রচেষ্টার প্রতি সমর্থন জানাবে চীন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এ সব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ ছাড়া, রাখাইনে ‘যুদ্ধের আগুন’ দ্রুত নিভে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওয়াং। এ ছাড়া, বাংলাদেশে যারা পালিয় গেছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে ত্রাণ পাঠানো হবে বলেও জানান তিনি।

chardike-ad

চীন নিজস্ব পথে শান্তি আলোচনা অব্যাহত রাখতে চায় বলে উল্লেখ করে ওয়াং বলেন, মিয়ানমারের পরিস্থিতি সহজ করতে এবং সংলাপ শুরুর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনা অভিযানের জেরে চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয় গেছেন। এ ছাড়া, পালাতে যেয়ে অনেকে পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মারা গেছে। মিয়ানমার সরকার দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে উল্লেখ করেছে জাতিসংঘ।