Search
Close this search box.
Search
Close this search box.

কোথায় ফিল্ডিং করবেন, সে স্বাধীনতাও নেই মুশফিকের!

mushfiqurদলের কে কোথায় ফিল্ডিং করবেন তা ঠিক করেন অধিনায়কই। আক্রমণাত্মক নাকি রক্ষণাত্মক তা ঠিক করার কাজও অধিনায়কের। তবে অন্য সবার ফিল্ডিং পজিশন ঠিক ঠাক করলেও মুশফিকুর রহিমের নিজের ফিল্ডিং পজিশন নাকি ঠিক করে দিয়েছেন দলের কোচরা। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন শেষে এমনটা জানিয়েছেন খোদ মুশফিক।

প্রথম দিনে দলের বোলারদের যখন বেহাল দশা। মুশফিককে দেখা গেল বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে। অধিনায়করা সাধারণত ৩০ গজ বৃত্তের ভেতরেই ফিল্ডিং করে থাকেন। আগের টেস্টে উইকেটকিপিং গ্লাভস ছাড়ার পর মুশফিককেও তা করতে দেখা গেছে। কিন্তু ব্লুমফন্টেইনে কেন সরে থাকলেন অধিনায়ক। খোলাসা করেছেন সংবাদ সম্মেলনে, ‘আমি একটা ব্যাপার পরিষ্কার করি, আমি ফিল্ডার হিসেবে খুব একটা ভালো না। আমার কোচরা চেয়েছে আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ,আমি সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। বা আমার হাতে ক্যাচ-ট্যাচ আসলে নাকি (ধরার) চান্স থাকে না।’

chardike-ad

উইকেটকিপার হিসেবে অনেক বদনাম তার। দলের মূল ব্যাটসম্যান,তারউপর অধিনায়ক। এত চাপ সামলে তাকে উইকেটকিপার রাখতে চায়নি দল। দক্ষিণ আফ্রিকা সফরে তাই উইকেটকিপিং করছেন লিটন দাস। এখন নাকি সাধারণ ফিল্ডার হিসেবেও আস্থার জায়গায় নেই মুশফিক। নিজের ইচ্ছায় কিপিং ছাড়েননি। জানিয়েছেন আগেও। এবার ফিল্ডিং পজিশন বেছে নেওয়ার ক্ষেত্রেও যে তার স্বাধীনতা নেই। আক্ষেপের সুরে যেন স্পষ্ট করলেন তাই, ‘টিম ম্যানেজমেন্ট যেটা বলবে, সেটা তো আপনার করতে হবে। আমি চেষ্টা করেছি,বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকার। যখন ভেতরে ছিলাম তখন চেষ্টা করেছি,বোলারদের সঙ্গে কথা বলার।’