Search
Close this search box.
Search
Close this search box.

টস নিয়ে মুশফিককে ‘বিদ্রুপ’ করলেন ডু প্লেসি!

plessiপচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় মুশফিককে। এমনকি প্রথম টেস্টে টস জিতে আগে বল করার মুশফিকের সেই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিও।

পচেফস্ট্রুমে ফ্ল্যাট উইকেট থাকলেও ব্লুমফন্টেইনের উইকেটটা বাউন্সি। ম্যানগাউং ওভালের এই উইকেটে শুরুর দুই ঘণ্টায় থাকতে পারে মুভমেন্ট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রোটিয়া ক্যাপ্টেনকে প্রশ্ন করা হল, টস জিতলে, কি সিদ্ধান্ত নিবেন ডু প্লেসি। ব্যাটিং নাকি বোলিং? জবাবে ফাফ ডু প্লেসি বাংলাদেশ অধিনায়ককে বিদ্রুপ করেই বললেন, ‘সিদ্ধান্তটা আমরা বাংলাদেশের অধিনায়কের ওপর ছেড়ে দেব।’

chardike-ad

প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় টেস্টে ব্লুমফন্টেইনেও টসে জয়লাভ করেছেন মুশফিক। এবারও আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ২৯ বছর বয়সী এই অধিনায়ক। মুশফিকের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সে সময় ফাফ ডু প্লেসি বলে ওঠেন, ‘এমন উইকেটে ১০ বার টস জিতলে, নয়বারই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ১১ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। ১১ ম্যাচের নয়টিতেই সঙ্গী হয়েছে পরাজয়। বাকি দুটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এই ১১ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলেছে বাংলাদেশ। চারটিতেই জুটেছে ইনিংস ব্যবধানে হার। সর্বশেষ পচেফস্ট্রুমে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছেন মুশফিকুর রহিমের দল।