Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় ইসো’র আয়ুব সভাপতি মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত

দক্ষিণ কোরিয়ার ইপিএস কর্মীদের সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো) এর নির্বাচনে আইয়ুব আলী মন্ডল সভাপতি এবং মুহাম্মদ খাজা মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সংগঠনটির নির্বাহী কমিটির বৈঠকে ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। গত শনিবার নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

aiub-ali
সভাপতি আয়ুব আলী

নতুন কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও বিসিকে সভাপতি হাবিল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এম জামান সজল, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জাহাঙ্গীর হোসাইন। বক্তারা কোরিয়ায় ইপিএস কর্মীদের জন্য নতুুুন কমিটি নিরলস কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

chardike-ad
mamun
সাধারণ সম্পাদক খাজা মামুন

অনুষ্ঠান পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফেরদৌস টিটু। তিনি বিগত দিনের ইসোর কল্যাণমুলক কার্যক্রম অনুষ্ঠানে তুলে ধরেন। সভাপতিত্ব করেন ইসোর সাবেক সভাপতি ও বাংলাভিশন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি জনাব ইজাজুল হক। বিদায়ী সভাপতি তার বক্তব্যে সকল সদস্যদের নতুন উদ্যমে ইপিএস এর কল্যাণ মুলক কাজ আরো বেশী করার প্রতি আহ্বান জানান।

‘আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে’ এই শ্লোগান নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠনটির আগে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে কার্যক্রম চলছিল। ইপিএস কর্মীদের নিয়ে গত বছর গুলোতে বিভিন্ন সেমিনারের আয়োজন ছাড়াও কোরিয়ায় আগত ইপিএস কর্মীদের নবীণ বরণের আয়োজন করে থাকে সংগঠনটি।

নতুন কমিটির ৪৬ জন সদস্য হলেন

সভাপতি: আইয়ুব আলী মন্ডল
সহ সভাপতি : মীর সজল
সহ সভাপতি: মুহাম্মদ সোহরাব হোসাইন
সহ সভাপতি: পঙ্কজ দত্ত
সহ সভাপতি :সাজ্জাদ হোসেন আনোয়ার
সহ সভাপতি: নজরুল ইসলাম
সহ সভাপতি : শহিদুল ইসলাম

সাধারণ সম্পাদক : মুহাম্মদ খাজা মামুন
সহ সম্পাদক: শাহেন শাহ
সহ সম্পাদক: মোবাশশের হোসেন
সহ সম্পাদক: আসাদুজ্জামান আসাদ
সহ সম্পাদক: মুহাম্মদ তারেক
সহ সম্পাদক: বেলাল হোসেন

সাংগঠনিক সম্পাদক: আল আমিন মৃধা

সহ সাংগঠনিক সম্পাদক :কাজী মশিউর
সহ সাংগঠনিক সম্পাদক
: প্রোভাকর মৃধা জয়
সহ সাংগঠনিক সম্পাদক
: রাইসুল ইসলাম রাসেল

অর্থ সম্পাদক : রাকিব হাসান বাবু
সহ অর্থ সম্পাদক : সাকিল আহমেদ
সহ অর্থ সম্পাদক : নজরুল ইসলাম

আই টি সম্পাদক: হাসান এন চৌধুরী
সহ আই টি সম্পাদক : সাইদুর রহমান বাপ্পী
সহ আই টি সম্পাদক: মিথুন পোদ্দার
সহ আই টি সম্পাদক: আবু সালেহ

সমাজ কল্যাণ সম্পাদক: মিজানুর রহমান
সহ সমাজ কল্যাণ সম্পাদক : মুহাম্মদ মহিউদ্দিন মিয়া
সহ সমাজ কল্যাণ সম্পাদক
: মুহাম্মদ হাসান

প্রচার সম্পাদক: নায়েম হোসাইন
সহ প্রচার সম্পাদক : এনামুল হক
সহ প্রচার সম্পাদক: নুরুল ইসলাম আপেল

মিডিয়া সম্পাদক: জাবেদ অনিক
সহ মিডিয়া সম্পাদক : শ্রাবণ আহমেদ

ইপিএস সম্পাদক: আল আমিন রাসেল
সহ ইপিএস সম্পাদক : আল আজিম

ক্রিড়া সম্পাদক: এম কে খোঁকা
সহ ক্রিড়া সম্পাদক : সেলিম রেজা
সহ ক্রিড়া সম্পাদক: হুমায়ুন কবির
সহ ক্রিড়া সম্পাদক: আতিকুর রহমান
সহ ক্রিড়া সম্পাদক: রুবেল হোসেন

সাংস্কৃতিক সম্পাদক: আবু ফজল
সহ সাংস্কৃতিক সম্পাদক : ফয়েজুর রহমান
সহ সাংস্কৃতিক সম্পাদক: মেহেদী হাসান অপু

প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান
সহ প্রকাশনা সম্পাদক : আব্দুল্লাহ আল মাহবুব
সহ প্রকাশনা সম্পাদক: এমরান হোসেন ভুঁইয়া
সহ প্রকাশনা সম্পাদক: মূনির হোসাইন

এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট একটি আলাদা ক্রীড়া বিভাগ গঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি