Search
Close this search box.
Search
Close this search box.

র‍্যাংকিংয়ে সাতে নেমে গেলো পাকিস্তান

pakistanপ্রথম টেস্টে বিস্ময়করভাবে হেরে যাওয়ার পর শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ৬৮ রানে হেরেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলো পাকিস্তান। অন্যদিকে এক ধাপ উপরে উঠে গেছে শ্রীলংকা।

দুই টেস্টের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ২১ রানে হেরেছিল পাকিস্তান। সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ৯৩। ২-০ তে সিরিজ হারার ফলে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে সরফরাজরা। যার ফলে পাকিস্তানের বর্তমান রেটিং পয়েন্ট ৮৮। ফলে সিরিজ শুরুর আগে ষষ্ঠ অবস্থান থেকে বর্তমানে সপ্তম অবস্থানে নেমে গেছে তারা।

chardike-ad

এদিকে র‍্যাংকিংয়ের উপরের দলকে হোয়াইটওয়াশ করার ফলে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে শ্রীলংকা। সিরিজ শুরুর আগে সপ্তম অবস্থানে ছিল শ্রীলংকা। সিরিজ শেষে এক ধাপ উপরে ছয় নম্বরে উঠে গেছে। শ্রীলংকার বর্তমান রেটিং পয়েন্ট ৯৪।

অন্যদিকে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৫। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা আছে এর পরেই। তাদের রেটিং পয়েন্ট ১১১। তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট ১০৫। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক পারফর্ম করা বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৭২।

একনজরে আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিং তালিকা:
১) ভারত (রেটিং পয়েন্ট-১২৫)
২) সাউথ আফ্রিকা (রেটিং পয়েন্ট-১১১)
৩) ইংল্যান্ড (রেটিং পয়েন্ট-১০৫)
৪) নিউজিল্যান্ড (রেটিং পয়েন্ট-৯৭)
৫) অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট-৯৭)
৬) শ্রীলঙ্কা (রেটিং পয়েন্ট-৯৪)
৭) পাকিস্তান (রেটিং পয়েন্ট-৮৮)
৮) ওয়েস্ট ইন্ডিজ (রেটিং পয়েন্ট-৭৫)
৯) বাংলাদেশ (রেটিং পয়েন্ট-৭২)