দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
শনিবার অনুশীলনের আগে ফুটবল খেলার সময় পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজও মিস করতে পারেন মুস্তাফিজ। আজ মুস্তাফিজের পায়ে স্ক্যান করানো হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজম্যান্ট।
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তামিম। ফলে আজকের ম্যাচে তামিমও দলের বাইরে।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।