Search
Close this search box.
Search
Close this search box.

সুন্দরী প্রতিযোগিতা নারীর সম্মান না অবমাননা?

miss-world-bangladeshপ্রথমেই বলে রাখা ভালো, পুরুষদের সৌন্দর্য নিয়েও প্রতিযোগিতা রয়েছে, যদিও এ নিয়ে মাতামাতি তেমন নেই বলে জানাজানিটাও তেমন না৷ নারীর টানটান শরীর, লাস্যময়ী হাঁটা, শরীরের মাপ – এসবই দারুণ আকর্ষণীয়ভাবে প্রচার পায় গণমাধ্যমে৷ ফলে সাধারণ মানুষের মনস্তত্বে এর একটা সচেতন প্রভাব পড়ে৷

নারী যেমন এর সাথে মিলিয়ে নিজের অজান্তেই নিজেকে নম্বর দিতে থাকেন, পুরূষের মনস্তত্বেও নারীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী হয়ে পড়ে শরীরকেন্দ্রিক৷ সামগ্রিকভাবে এর প্রভাব পড়ে মানুষ হিসেবে নারীর মূল্যায়নের ক্ষেত্রেও৷

chardike-ad

নিম্নবিত্তের জীবন, মধ্যবিত্তের টানাপোড়েন, উচ্চবিত্তের নিঃসঙ্গতা- সবক্ষেত্রেই নারীর জীবনে বাড়তি জটিলতা তৈরি করে সৌন্দর্যের এ কাঠামোগত ধারণা৷ নারীবাদী মতামত তাই বেশিরভাগ ক্ষেত্রে সৌন্দর্যের কাঠামোগত ধারণার বিপক্ষে৷

তবে ভিন্নভাবেও এ নিয়ে ভাবা যায়৷ বিকাশ কিংবা বিকৃতি যা-ই বলে থাকি না কেন, সামগ্রিক বিচারে মানুষের গভীরটাকে তল্লাসি করলে হয়তো দেখা মিলবে, মানুষের সৃষ্টিশীলতা ও নিজেকে প্রকাশের আকুলতা৷

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, মুক্ত সংস্কৃতির অবাধ বিচরণ মানুষের জীবনযাপন, মূল্যবোধ, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ধারণায় ব্যাপক পরিবর্তন এনেছে৷ আর সেখানটাতেই লাগে মূল বিপত্তি৷ পুঁজিবাদ ও পুরুষতন্ত্র একে অপরের উপর ভর দিয়ে টিকে থাকা দুই দোসরের কাছে অনেক ক্ষেত্রেই হার মানে নারীর মেধা, স্বাধীন মানুষের স্বীকৃতি ও নিজের মতো করে বাঁচার আকাঙ্খা৷

আর তাই পুরুষতন্ত্রকে ব্যবহার করেই এ থেকে পরিত্রাণ পেতে চাওয়াটাও অনেক ক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ ভাবেন অনেক নারী৷ উদাহরণ মিলবে হলিউড বলিউডের দিকে নজর রাখলেই৷ অনেক তারকাই কাজের পাশাপাশি এখানকার ফাঁকগুলোকে ধরিয়ে দিয়ে কাজের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সমতা আনার চেষ্টা করে যাচ্ছেন, যার ফলে নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের লড়াইয়ের ময়দান আরো দৃঢ় হবে৷

প্রত্যেকটা মানুষের স্বাধীনতা অর্জনের লড়াই তাঁর নিজস্ব৷ নারীর ক্ষেত্রে এ লড়াই প্রকৃতিগতভাবেই পুরুষের চেয়ে কঠিন৷ পুরুষতন্ত্রপোষণকারী পুঁজিবাদ এ লড়াইকে করে তুলেছে কঠিনতর৷ যদিও ব্যক্তিগতভাবে সুবিধাভোগী, অথচ কৌশলগত লড়াই জারি রাখা নারীরা অনেকক্ষেত্রেই সমালোচিত হচ্ছেন, তবু নারীর পক্ষে ব্যক্তিগত বিশ্বাসের দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়া নিজের অস্তিত্ব টিকিয়ে রাখারই এক লড়াই৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

লিখেছেন: রেশমী নন্দী, সৌজন্যে: ডয়চে ভেলে