দক্ষিণ কোরিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

south-koreaদক্ষিণ কোরিয়ার সিউলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার সিউলের গাংদং স্টেশনের পাশে একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কাউন্সিলের সভাপতিত্ব করেন সংগঠনটির প্রাক্তন আহ্বায়ক ডেবিড একরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান।

এ সময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ডেবিড একরামকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।