Search
Close this search box.
Search
Close this search box.

naizeriaপশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার লাগোস শহরে শনিবার (২৮ অক্টোবর) থেকে মুসলিম নারীদের জন্য নতুন ডিজাইনের ইসলামি পোশাকের ফ্যাশন সপ্তাহ শুরু হয়েছে।

বিগত বছরের ন্যায় এ ইসলামিক পোশাকের ফ্যাশন সপ্তাহ চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ইসলামি পোশাকপ্রেমী মুসলিম পরিবার এ ফ্যাশন সপ্তাহ উদযাপন করছে। এ প্রদর্শনীতে দেশটির শীর্ষ ১০ ডিজাইনারের সেরা ১০টি পোশাক প্রদর্শন করা হয়।

chardike-ad

দেশটির কাদুন রাজ্যের মুসলিম ডিজাইনার ইব্রাহিম আমিনো ৮ বছর পূর্বে প্রথম ইসলামিক পোশাক ডিজাইনের কাজে আসেন। তিনি প্রথমে তার বোনের জন্য পোশাকের ডিজাইন করেন। পরবর্তীতে তিনি তার ডিজাইনকৃত পোশাকগুলো এক প্রদর্শনীতে উপস্থাপন করেন। তারপর থেকে ক্রেতারা এই ধরনের পোশাকের অর্ডার দেয়া শুরু করে।

ইবরাহিম আমিনোর মতে, ইসলাম সৌন্দর্যের বিরুদ্ধ ইসলাম নয়। ঘরে এবং ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানে নারীদের জন্য শালিন রুচিসম্মত সুন্দর পোশক পরিধানে ইসলামে নিষেধ নয়।

৩২ বছরের ইবরাহিম আমিনো আশা প্রকাশ করেন, ‘অতি শীঘ্রই ইসলামি পোশাকের আদলে ডিজাইন করা পোশাকগুলো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্ব এবং ইউরোপের বিভিন্ন দেশে রফতানি শুরু হবে।