কুয়েতে হাইড্রোলিক গাড়ির চাপায় বাংলাদেশি নিহত

quetকুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় তাফজল হক খোকন (৫৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় কুয়েতের বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফজল হক খোকন ফেনী জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম চরছান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিহতের চার সন্তান ও স্ত্রী রয়েছে।

নিহতের ভাই শাহজান সবুজ জানান, মারাফি কুয়েতিয়া কোম্পানির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন খোকন। ময়লাবাহী হাইড্রোলিক গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।