Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধন ছিন্ন করতে সকল জাতির প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

north-korea-usaউত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্বের সকল জাতির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পিয়ংইয়ংয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, নিকি হ্যালি বলেছেন, যুক্তরাষ্ট্র সংঘাত চায় না। কিন্তু যদি যুদ্ধ বেধেই যায় তাহলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ায় তেল সরবরাহ বন্ধ করে দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে বুধবার ভোরে সর্বোচ্চ শক্তিসম্পন্ন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘নিখুঁত’ ও ‘বিরাট সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, হোয়াংসন-১৫ নামের ওই ক্ষেপণাস্ত্রটি ৪ হাজার ৪৭৫ কিলোমিটার উচ্চতা দিয়ে জাপানের জলসীমায় গিয়ে বিস্ফোরিত হয়। তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আঘাত করতে সক্ষম। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় নি। এছাড়া বিশেষজ্ঞরা এই ধরনের প্রযুক্তি উদ্ভাবনে দেশটির সক্ষমতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় উত্তর কোরিয়ার নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর প্রেক্ষিতে বুধবার রাতেই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে অংশ নিয়ে নিকি হ্যালি বলেন, অব্যাহত আগ্রাসী কার্যক্রম অঞ্চলটিকে আবারো অস্থিতিশীল করে তুলতে পারে। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কোনো কাজে আসে নি। আমেরিকানদের উচিত এই বিষয়টি পরিষ্কার করা যে, তারা আসলে কি করতে চাচ্ছে। যদি তারা উত্তর কোরিয়াকে ধ্বংস করার জন্য কোনো অজুহাত খুঁজে থাকে, তাদের উচিত বিষয়টি পরিষ্কার করা। আমেরিকার নেতৃত্বকে এই বিষয়টি নিশ্চিত করা উচিত। এর আগে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়ার উচিত তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করা। পাশাপাশি তিনি ডিসেম্বরে অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। আর যৌথ সামরিক মহড়া বন্ধ করার বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন

chardike-ad