
এভারটনের কোচ হিসেবে দায়িত্ব নিলেন স্যাম অ্যালারডাইস। টফিসদের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দলে ঐক্য আর স্থিতিশীলতা আনার আহ্বান জানিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ হিসেবে ‘বিগ স্যাম’খ্যাত অ্যালারডাইস বছরে পাবেন ৬০ লাখ পাউন্ড বা ৬৬ কোটি ৮৩ লাখ টাকা!
বৃহস্পতিবার এভারটনের সঙ্গে করা চুক্তিতে সই করেন অ্যালারডাইস, যার মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত। পরিচিতি অনুষ্ঠানের পর এভারটনের ট্রেনিং গ্রাউন্ডে সহকারী স্যামি লিকে নিয়ে বেশকিছু সময় কাটান তিনি। এভারটনের যেসব খেলোয়াড় ওয়েস্ট হামের বিপক্ষে বুধবারের ৪-০ গোলে জেতা ম্যাচে খেলেননি, তাদের একত্রে পেয়েছেন নতুন কোচ। যদিও তার কাজ শুরু হয় গতকাল। এদিন তার সঙ্গে যোগ দেন লেস্টার সিটির সাবেক কোচ ক্রেগ শেক্সপিয়ার, গোলকিপিং কোচ মার্টিন মার্গেটসন ও ফিটনেস কোচ রাইল্যান্ড মর্গানস।
আজই এভারটনের ডাগআউটে প্রথমবার দেখা যাবে অ্যালাডাইসকে। লিগে আজ ঘরের মাঠে হাডার্সফিল্ডের বিপক্ষে খেলবে টফিসরা।
এভারটনের কোচ হিসেবে অ্যালারডাইসের নিয়োগে ২০ লাখ পাউন্ড পেতে যাচ্ছে ক্রিস্টাল প্যালেস! গত মে মাসে তিনি ক্রিস্টাল প্যালেসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান। প্যালেসের সঙ্গে করা চুক্তির ধারায় বলা আছে, অ্যালারডাইস ১২ মাসের মধ্যে প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবের কোচের দায়িত্ব নিলে তাদের ক্ষতিপূরণ পাবে তারা।
এভারটনে আকর্ষণীয় বেতনই পাবেন অ্যালারডাইস। প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের মধ্যে বেতনে তিনি ষষ্ঠ স্থানে। তার চেয়ে বেশি বেতন পান ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা (১ কোটি ৫৩ লাখ পাউন্ড), ম্যানচেস্টার ইউনাইটেডের হোসে মরিনহো (১ কোটি ৫০ লাখ পাউন্ড), চেলসির আন্তোনিও কন্তে (৯৬ লাখ পাউন্ড), আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার (৮৯ লাখ পাউন্ড) ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লোপ (৭০ লাখ পাউন্ড)। টটেনহামের মাউরিসিও পচেত্তিনো ৫৪ লাখ ৬০ হাজার পাউন্ড ও নিউক্যাসলের রাফায়েল বেনিতেজ ৪০ লাখ পাউন্ড বেতন পান।
গত গ্রীষ্মে ১৩ কোটি পাউন্ড ব্যয় করে দল গুছিয়েও লাভ হয়নি। চলতি মৌসুমে দলটি পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে থাকায় গত অক্টোবরে বরখাস্ত হন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। তার জায়গায় নিয়োগ পেলেন গত বছর অল্প সময়ের জন্য ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পাওয়া অ্যালারডাইস। এর আগে বোল্টন, নিউক্যাসল, ব্ল্যাকবার্ন, ওয়েস্ট হাম, সান্ডারল্যান্ড ও ক্রিস্টাল প্যালেসের কোচ ছিলেন ৬৩ বছর বয়সী স্যাম অ্যালারডাইস। মেইল অনলাইন






































