Search
Close this search box.
Search
Close this search box.

উড়ন্ত বিমানে সিগারেট ধরালেন বাংলাদেশি যাত্রী

abdur-rahman
দিয়াশলাইসহ জলন্ত সিগারেট নিয়ে ধরা পড়েন সিলেটের আব্দুর রহমান

উড়ন্ত বিমানে দিয়াশলাইসহ জলন্ত সিগারেট নিয়ে ধরা পড়েছেন আব্দুর রহমান (৫০) নামে মালয়েশিয়াগামী এক যাত্রী। একটি প্রাইভেট এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে। আটক আব্দুর রহমান সিলেটের গোয়াইনঘাট থানার পাচপাড়া গ্রামের আরমান আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে একজন যাত্রী বলেন, উড়োজাহাজের পেছনের অংশে দু’টি টয়লেটের একটি থেকে সিগারেটের হালকা ধোঁয়া আর গন্ধ নাকে আসার সঙ্গে সঙ্গে আঁতক ছড়িয়ে পড়ে। এরপর তো হৈচৈ শুরু হয়।

chardike-ad

তবে কেবিন ক্রুদের তাৎক্ষণিক সতর্কতায় দিয়াশলাইসহ জলন্ত সিগারেট নিয়ে ধরা পড়েন আব্দুর রহমান নামে ওই যাত্রী।

জানা যায়, আব্দুর রহমান সিগারেটের প্যাকেট ও দিয়াশলাই সঙ্গে নিয়েই বিমানবন্দরে প্রবেশ করেন। সেটি তার পকেটেই ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ থেকে শুরু করে সব স্তরের নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন তিনি। তারপরও তার পকেটে দিয়াশলাই ও সিগারেট রয়ে যায়।

কর্তব্যরত একজন সিনিয়র পার্সার জানান, এটা যে নিরাপত্তার জন্যে কত বড় হুমকি তা বলে বোঝানো যাবে না। বিষয়টি আমরা ককপিটে জানিয়েছি। ক্যাপ্টেনের নির্দেশে ওই যাত্রীর পাসপোর্ট আমরা জব্দ করেছি। উড়োজাহাজ অবতরণের পর ব্যবস্থা নেয়া হবে।